ভারতের মধ্যপ্রদেশে একই পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা

ভয়াবহ এই ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের মধ্যপ্রদেশে। শুক্রবার রাজ্যটির মোরেনা জেলায় এই গুলির ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

ভারতের মধ্যপ্রদেশে একই পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা করলো প্রতিবেশী আরেকটি পরিবার। ভয়াবহ এই ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের মধ্যপ্রদেশে। শুক্রবার রাজ্যটির মোরেনা জেলায় এই গুলির ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, এটি একটি প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। হামলাকারীর পরিবারের দুই সদস্যকে এর আগে খুন করেছিল ভিক্টিম পরিবারটি। এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে জানানো হয়, নিহতদের মধ্যে তিন নারী রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন। মোরেনা জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরের লেপা গ্রামে ধীর সিং তোমার ও গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে বিরোধের জেরে শুক্রবার এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, এর আগে বাড়ির ময়লা ফেলা নিয়ে ২০১৩ সালে দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজনকে খুন করেন গজেন্দ্র সিং। ১০ বছর পর তার প্রতিশোধ নিয়েছে ধীর সিং-এর পরিবার। এবার তারা গজেন্দ্র সিংসহ তার পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা করেছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ বলেছে, দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। আজ যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাদের পরিবারের সদস্যদেরও গুলি করে মারা হয়েছিল।