ইয়েমেনে মসজিদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ ২৯ বেসামরিক নাগরিক হতাহত
ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নারী, শিশুসহ ২৯ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক: ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নারী, শিশুসহ ২৯ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। দেশটির তথ্যমন্ত্রী আজ সোমবার টুইট করে এ হামলার কথা জানান। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ওই টুইট বার্তায় ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ান বলেন, একটি মসজিদ ও একটি ধর্ম শিক্ষার স্কুলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়। মারিব প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে এ হামলা হয়। সরকারের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করা হলে ইরান–সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। ইয়েমেনের জ্বালানি তেলসমৃদ্ধ উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা এখন হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে শুধু মারিব। মারিবের নিয়ন্ত্রণ নিতে সেখানে সাম্প্রতিক দিনগুলোয় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে মানসুর হাদি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের লড়াই চলছে। ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে আবারও ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: