ভারতকে ছাড়াই ঢাকায় সাফ কংগ্রেস
আগামী শনিবার ২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের কংগ্রেস
প্রথম নিউজ, ডেস্ক : আগামী শনিবার ২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের কংগ্রেস। এই কংগ্রেস উপলক্ষে আগামীকাল থেকে ডেলিগেটরা আসা শুরু করবেন। সাফের অন্যতম দেশ ভারত থেকে এই কংগ্রেসে কেউ অংশগ্রহণ করছে না।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল কংগ্রেস সম্পর্কে বলেন, ‘সাফ সচিবালয় কংগ্রেস আয়োজনে প্রস্তুত। ভারত এই কংগ্রেসে অংশগ্রহণ করতে পারছে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।’ মেয়াদোত্তীর্ণ কমিটি ও হাইকোর্টের হস্তক্ষেপে নতুন কমিটি গঠন নিয়ে ভারতের ফুটবল ফেডারেশন ছিল ফিফার নিষেধাজ্ঞার শঙ্কায়। ফেডারেশনের কমিটি নিয়ে জটিলতা থাকায় ভারত কংগ্রেসে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না।
সাফ কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ জুন। ওই সময় ফিফা নারী বিশ্বকাপের ড্র ছিল। স্বাগতিক হিসেবে ভারতের কর্মকর্তারা সুইজারল্যান্ড উপস্থিত থাকবে। এজন্য ভারতের অনুরোধে দুই মাস আগে কংগ্রেস এক সপ্তাহ পিছিয়েছিল সাফ। এর মধ্যে দৃশ্যপট পরিবর্তন হওয়ায় শেষ পর্যন্ত ভারতের আসাই হচ্ছে না।
২ জুলাই অনুষ্ঠিতব্য কংগ্রেস সাফের নির্বাচনী কংগ্রেস ৷ সেই নির্বাচনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মনোনীত সহ-সভাপতি প্রার্থী ছিলেন সুব্রত দত্ত। হঠাৎ ভারতের ফুটবল ওলট-পালট হওয়ায় সুব্রত দত্ত নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এই পদটি শুন্য থাকছে। এই প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘বিষয়টি নিয়ে কংগ্রেসে আলোচনা হবে। কংগ্রেস যে সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’
ভারতে সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ রয়েছে। কমিটি নিয়ে জটিলতা থাকলেও সেই টুর্নামেন্ট নিয়ে সংশয় নেই, ‘টুর্নামেন্টগুলো যথাসময়ে হবে। ভারত অনুর্ধ্ব পর্যায়ে নারী বিশ্বকাপেরও স্বাগতিক। ফলে সাফের টুর্নামেন্ট আয়োজনে কোনো জটিলতা নেই’ -বলেন সাধারণ সম্পাদক।
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ফিফা থেকে নিষিদ্ধ। ভারত সংকটময় পরিস্থিতি পার করছে। এই পরিস্থিতিতে সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ নিয়ে তেমন আলোচনা হওয়ার সুযোগ নেই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews