ভারতে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ৩
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ধুলা ঝড়ের মধ্যে একটি দৈত্যাকার বিলবোর্ড ভেঙে পড়ে শতাধিক মানুষ চাপা পড়েন। পরে ভেঙে পড়া বিলবোর্ডের নিচ থেকে ৩টি মৃতদেহ, আহত অবস্থায় ৩৫ জন এবং আরও ৬৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এনডিটিভির খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি ফুয়েল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দৈত্যাকার বিলবোর্ডটি ফুয়েল স্টেশনটির বিপরীত দিকে ছিল।
অনলাইনে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, বিলবোর্ডটি ভেঙে পড়ে ঠিক ফুয়েল স্টেশনটির মাঝখানে এসে পড়েছে। আহতদের রাজাওয়াদি এবং এইচবিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) অনুসারে, এদিন বিকাল সাড়ে ৪ টার দিকে বিলবোর্ডটি ভেঙে পড়ে। পন্ত নগরের ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের (ইইএইচ) এর কাছে অবস্থিত বিলবোর্ডটি একটি পেট্রোল পাম্পের ওপর ভেঙে পড়ে। এতে পাম্পে পার্ক করা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেট্রোল বিতরণ ইউনিটগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
১২টি ফায়ার ইঞ্জিন এবং দুটি ক্রেন উদ্ধার অভিযানের কাজ করছে। বেসামরিক কর্মকর্তারা বলেছেন, একটি পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটায় তারা কাটার ব্যবহার না করে একটি ক্রেন ব্যবহার করে বিলবোর্ডের ভাঙা টুকরো পরিষ্কার করা হচ্ছে।
মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, ধুলা ঝড়ে আকাশ অন্ধকার হয়ে পড়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এবং ঝড়ো বাতাসের কারণে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা প্রায় ৬৬ মিনিট বন্ধ ছিল।