ভোট চোরদের ক্ষমতায় থাকার অধিকার নেই: টুকু
বুধবার নয়া পল্টনে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: ভোট চোরদের ক্ষমতা থাকার অধিকার নেই বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। আজ বুধবার নয়া পল্টনে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই সমাবেশ প্রমাণ করে শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারবে না। যারা জনগণের ভোট চুরি করে, গণতন্ত্রকে হত্যা করেছে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের সেন্টিমেন্ট বোঝেনা। আজকে বিএনপি'র সমাবেশ হচ্ছে। মতিঝিল ফকিরাপুল পল্টন, কাকরাইল এলাকায় লোকে লোকারণ্য। আর আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে তাদের লোক নেই। আওয়ামী লীগ ভুয়া। ঢাকা ১৭ আসনে আরাফাত ভোট চাইতে গিয়েছেন। একজন বৃদ্ধ মহিলা ভোটার যা বলেছে আমি শুনলে রাজনীতি করতাম না। এদের লজ্জা নেই। এদের জাতীয় বিদায় করতে হবে।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন এই আন্দোলন সফল হতে হবে। কোনভাবে পিছুটান নেওয়া যাবে না।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজান ওমর, ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, এডভোকেট আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদলের সভাপতি কাজী রওণকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ ।