বিয়ের অভিজ্ঞতা কেমন, জানালেন আলিয়া

দীর্ঘ প্রেমের পর বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট

বিয়ের অভিজ্ঞতা কেমন, জানালেন আলিয়া
বিয়ের অভিজ্ঞতা কেমন, জানালেন আলিয়া-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দীর্ঘ প্রেমের পর বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রায় ৫ বছর প্রেমের পর গত এপ্রিলে সাত পাকে বাধা পড়েন তারা। এর তিন মাস পর বিয়ের অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা আলিয়া।

বলিউড তারকাদের নিয়ে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-শো ঘিরে সব সময়ই নানা বিতর্ক তৈরি হয়। শিগগিরই এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। আর এবারও শোয়ের প্রোমো থেকে বিতর্কের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। সেখানেই ফুলসজ্জার রাত নিয়ে কথা বলতে দেখা গেছে আলিয়া ভাটকে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এই শোয়ের প্রথম এপিসোডের প্রোমো পোস্ট করেছেন করণ জোহর।

প্রথম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রণবীর সিং ও আলিয়া ভাট। অনুষ্ঠানে র্যা পিড ফায়ারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, বিয়ের পর বিয়ের সম্পর্কে কোনো প্রচলিত ধারণা ভেঙেছে আলিয়ার?

বলিউড অভিনেতা স্পষ্টভাবে জানিয়ে দেন, বিয়েতে ফুলসজ্জার যে প্রচলিত ধারণা রয়েছে তা একদমই ভুল। কারণ সবাই বিয়ের অনুষ্ঠান নিয়ে ক্লান্ত থাকে।

নায়িকার এ কথা শুনে উপস্থিত সবাই হাসেন। তবে এখানেই শেষ নয়। আড্ডায় করণকেও নিজের বিয়ে নিয়ে কথা বলতে শোনা যায়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom