বয়কট ও বিক্ষোভের মাঝে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ

বয়কট ও বিক্ষোভের মাঝে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের প্রশংসা করেন। তবে কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের বিরোধিতা করেছেন বেশ কয়েকজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা। এছাড়া মার্কিন ক্যাপিটল হলের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে জড়ো হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারী। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়, কংগ্রেসে নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন তাতে আশাহত হয়েছেন ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতাদের অনেকে। শুধু তারাই নন হাজার হাজার মার্কিন নাগরিককে হতাশ করেছেন নেতানিয়াহু। কেননা তারা আশা করেছিলেন নেতানিয়াহু তার ভাষণে গত নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানের ক্ষেত্রে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ভাষণ দেবেন কিন্তু তিনি তা না করায় ক্যাপিটল হলের বাইরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মার্কিন নাগরিক। এছাড়া কংগ্রেসের ভিতরেও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের বিরোধীতার মুখে পড়ে নেতানিয়াহু। নেতানিয়াহু তার ভাষণে গত নয় মাসের আগ্রাসনকে ‘বিজয়’ হিসেবে চিহ্নিত করার পর অনেকেই তার বক্তব্যের বয়কট করেছেন।