বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার আহবান জায়েছে জাতিসংঘ শিশু তহবিলও (ইউনিসেফ)।
প্রথম নিউজ, ঢাকা: দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি ঘোষণায় স্কুল-কলেজ বন্ধ রয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এরমধ্যে অভিবাবক, শিক্ষার্থীও শিক্ষা সংশ্লিষ্টদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চাপ বাড়ছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার আহবান জায়েছে জাতিসংঘ শিশু তহবিলও (ইউনিসেফ)।
তবে করোনা সংক্রমণের হার না কমায় ছুটি আরও অন্তত দুই সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের টিকা কার্যক্রম জোরদার করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার চিন্তা করা হয়েছিল। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় শুধু স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
তিনি বলেন, করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি। তবে দু’দিন ধরে স্থিতিশীল। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলারও চাপ আছে। এসব বিবেচনায় নিয়ে ধাপে ধাপে ছুটি বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে আপাতত আরও দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজগুলো বন্ধ ঘোষণা আসতে পারে। আগামী ৬ ফেব্রুয়ারির আগেই আরও ২-৩ দিন দেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায় থেকেই নেওয়া হবে।
এরআগে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে চাইলেও সব কিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
উল্লেখ্য, প্রায় দেড় বছর বন্ধের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও আবার স্থবিরতা নেমে আসতে পারে শিক্ষা কার্যক্রমে। চলতি বছরের শুরুতে করোনার তৃতীয় ঢেউয়ে আপাতত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ রাখা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগের মতো এবারও ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: