বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

প্রথম নিউজ, অনলাইন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে।
নিহতরা হলেন মো. আলমগীর খান (৪০) ও সাবিহা চৌধুরী (৩০)। তাদের আহত ছেলের নাম মো. সিফাত খান (১১)।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে গাউছিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আলমগীর খান।
পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় সাবিহা চৌধুরী ও সিফাতকে। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাবিহা চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
দুজনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া বলেন, শনিবার বিকেলে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন আলমগীর খান। পথে গাউছিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আলমগীর মারা যান। পরে সাবিহা ও তার ছেলে সিফাতকে নিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে এলে সাবিহারও মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।