বাসচাপায় প্রাণ গেল পোশাকশ্রমিকের
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে রাস্তা পারাপারের সময় ইয়াসমিন (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন
প্রথম নিউজ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে রাস্তা পারাপারের সময় ইয়াসমিন (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তারাশিমা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার ওই কর্মী নিহত হন।
নিহত ইয়াসমিন সাটুরিয়া উপজেলার চরভাটারা এলাকার মোখলেস ব্যাপারীর মেয়ে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, নিহত ইয়াসমিন তারাশিমা অ্যাপারেলস এর কর্মী ছিলেন। দুপুরে অফিস থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় রোজিনা পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।