বৃষ্টি উপেক্ষা করে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বুধবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

প্রথম নিউজ, ঢাকা: বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে সমাবেশেস্থলে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন আরো অনেকে। এদিকে আগে আসা নেতাকর্মীরা নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছেন। কাকরাইল, শান্তিনগর, নয়া পল্টন, ফকিরাপুল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা স্লোগানসহ মিছিল করছেন।

বুধবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমাবেশের জন্য মঞ্চও প্রস্তুত করা হয়েছে। ছয়টি ট্রাক দিয়ে এই অস্থায়ী মঞ্চ তৈরী করা হয়েছে।

সমাবেশের ব্যানারে লেখা হয়েছে 'গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণা'।

আজকের সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের একদফা ও নতুন কর্মসূচি ঘোষণা আসবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন।