বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ‘রূপান্তরের রূপরেখা প্রস্তাব’

 বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ‘রূপান্তরের রূপরেখা প্রস্তাব’

প্রথম নিউজ, ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ রোববার (৪ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ‘রূপান্তরের রূপরেখা প্রস্তাব’ বিষয়ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, ড. সামিনা লুৎফা ও মোশাহিদা সুলতানা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমরা সবাই একটা ভয়ঙ্কর সময়ের মধ্য আছি। জনগণের প্রতিবাদ ও প্রতিরোধের কারণে একটা অসাধারণ প্রত্যাশা তৈরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই রাজনৈতিক সংকট মুক্তির জন্য আমাদের অবশ্যই একটা পরিকল্পনার দিকে যেতে হবে। এই পরিকল্পনাটা এই সরকারের পদত্যাগের মাধ্যমেই সূচিত হবে।