বিশ্বকাপের পর একসঙ্গে মাঠে নেমেই পরাজয় দেখলেন মেসি-এমবাপে
বিশ্বকাপের পর এই প্রথম তারা দু’জন একসঙ্গে খেলতে নামলেন
প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বকাপের পর এই প্রথম তারা দু’জন একসঙ্গে খেলতে নামলেন। বর্তমান সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে। একজন বিশ্বকাপের সোনার বল এবং অন্যজন সোনার বুটের মালিক। তাদের জুটিও পরাজয় এড়াতে পারলেন না পিএসজির। উল্টো দুই মহা তারকার উপস্থিতিতেই তাদের দল পিএসজি ১-০ গোলে হেরে গেলো স্টেডে রেনের কাছে।
পিএসজির প্রথম একাদশে ছিলেন লিওনেল মেসি এবং নেইমার। পরিবর্তিত হিসাবে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপে। তিন তারকাই প্রায় ৩৫ মিনিট একসঙ্গে ছিলেন মাঠে। তবুও শেষরক্ষা হল না। মৌসুমে দ্বিতীয় পরাজয় মেনে নিতে হলো পিএসজিকে। এ হারের ফলে লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে পিএসজির পয়েন্টের ব্যবধান দাঁড়ালো মাত্র ৩-এ।
বিশ্বকাপ জিতে ক্লাবের জার্সিতে খেলতে নেমে আগের ম্যাচে পিএসজিকে জিতিয়েছিলেন মেসি। কিন্তু রেনের কাছে হারতে হল তাদের। ম্যাচে আধিপত্য দেখাল রেনে। পুরো ম্যাচে গোল লক্ষ্য করে একটি মাত্র শট নিতে পেরেছেন মেসিরা। অন্যদিকে রেনে মেরেছে ৬টি শট। ১৭টি ফাউল করেছেন প্যারিসের ফুটবলাররা। এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে, দিনটা একেবারেই পিএসজির ছিল না। ছন্দে ছিলেন না মেসি, এমবাপেরাও। ফলে গোলের মুখ খুলতে পারেনি তাদের দল।
অন্যদিকে ঘরের মাঠে দুরন্ত ফুটবল খেলল রেনে। পিএসজিকে হারানোর ফলে ঘরের মাঠে টানা ৯টি ম্যাচ জিতল তারা। প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করেন হামারি ট্রাওরে।
তার আগেই এমবাপেকে মাঠে নামিয়েছিলেন কোচ। কিন্তু মেসি-নেইমার-এমবাপে এই ত্রিফলার যোগফলও গোল বের করতে পারেনি। শেষ পর্যন্ত ০-১ ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হলো তাদের। এই জয়ের ফলে ঘরের মাঠে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো রেনে।
ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক মার্কুইনহোস বলেন, ‘নতুন বছরের শুরুতেই দুটি ম্যাচ হেরেছি আমরা। এখন থেকে আরও আক্রমণাত্মক হওয়া প্রয়োজন আমাদের। হতে হবে আরও সলিড। এমনটা হলেই আমাদের জন্য সবচেয়ে ভালো হয়।’
রেনের কাছে হারলেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। ১৯ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৪। তৃতীয় স্থানে রয়েছে মার্সেই। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের। অর্থাৎ, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ক্লাবের সঙ্গে বেশি ব্যবধান নেই পিএসজির। ৩০ জানুয়ারি রেমসের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবেন মেসিরা। তার আগেই, ১৯ জানুয়ারি সৌদি আরবে রোনালদোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে যাবে পিএসজি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: