বিলের নির্জন ঝোপে পড়ে ছিলেন অসুস্থ বৃদ্ধা, হাসপাতালে নিলো পুলিশ
শনিবার (২০ মে) দুপুরে উপজেলার মুশুল্লী ইউনিয়নের ভারুয়া বিল থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিলের নির্জন ঝোপে পড়ে ছিলেন দোলেনা বেগম (৯০) নামে এক বৃদ্ধা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যায় পুলিশ।
শনিবার (২০ মে) দুপুরে উপজেলার মুশুল্লী ইউনিয়নের ভারুয়া বিল থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।
নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন বলেন, ওই এলাকার ফারুক মিয়া নামের এক যুবক হাঁস খুঁজতে বিলে যান। সেখানে গিয়ে একটি উঁচু মাটির টিলায় ঝোপের মধ্যে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে।
এসআই রুবেল আরও বলেন, যে বিল থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে, সে জায়গাটি নীরব। কেউ ওইখানে যায় না। দুই দিন আগে ওই বৃদ্ধাকে বিলের মাঝখানে কে বা কারা ফেলে রেখে গেছে। তিনি অসুস্থ ছিলেন। উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। বৃদ্ধা শুধু নিজের নাম বলতে পেরেছেন। কিছুটা সুস্থ হল নাম ঠিকানা জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।