বাংলাদেশ ৫ দফা কার্যকরের দাবি জানিয়েছে বিসিপিআরটিএ
সংগঠনটি সম্পূর্ন অরাজনৈতিক ও অলাবজনক একটি সংগঠন
প্রথম নিউজ, ঢাকা: ৫ দফা দাবি কার্যকরসহ সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন(বিসিপিআরটিএ)।
আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহবায়ক মাসুদুর রহমান খান ও মহাসচিব হাজবুল আলম জুলিয়েট এ সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আমার বাংলাদেশের মুটোপোন মেরামত কারিগরি শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করি। আমাদের পেশার কারিগরি দক্ষতা বৃদ্ধি, পেশার দ্বারা সংগঠিত অপরাধ বন্ধ এবং গ্রহক সেবার মান নিশ্চিত করার লক্ষ্য একটি সংগঠনের আবেদন করেছি। গত ২২-১০-২০২০ ইং পরিচালক বানিজ্য সংগঠন বরাবর।আমাদেও সংগঠন বানিজ্য অধ্যাদেশ ১৯৬১ সালের ৩ এর (২) ধারা মোতাবেক পরিচালিত হইবে। সংগঠনটি সম্পূর্ন অরাজনৈতিক ও অলাবজনক একটি সংগঠন।
সংগঠনটির ৫ দফা দাবি নিম্নরুপ:
১. বাংলাদেশে মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত টেকনিশিয়ান পেশা হিসেবে ঘোষণা করতে হবে। blacklist check system imel registration database server website চালু করতে হবে।
২. যথাযথ নিয়ম মাফিক ব্যবহার বিধি তৈরি করে মোবাইল ফোন মেরামত শিল্পে ব্যবহার করা বক্স/ ডিভাইসের অনুমোদন প্রদান করার অনুরোধ।
৩. কারিগরি শিল্পের পেশার সম্মান রক্ষায় যাতে অনাভিজ্ঞ, পঅপ্রশিক্ষিত, অপরাধী চক্রের ব্যাক্তিরা নীতিমালা বহিভর্’ত কাজ করতে না পারে সেজন্য নির্ধারিত সময়ে রেজিঃ প্রদান করতে হবে।
৪. বাংলাদেশে ৬৪ জেলায় rpl শাখা চালু করতে হবে।
৫. নতুন প্রশিক্ষিত টেকনিশিয়ানদের ব্যবসা পরিচালনা করার জন্য স্বল্প সুদ আ বিনা সুদে ঋন সুবিদা প্রদান করতে হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews