বাংলাদেশি নাবিকদের উদ্ধারের চেষ্টা সোমালিয়ান নেভির, গুলি বিনিময়

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জিম্মি নাবিক।

বাংলাদেশি নাবিকদের উদ্ধারের চেষ্টা সোমালিয়ান নেভির, গুলি বিনিময়

প্রথম নিউজ, ঢাকা: সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধারে অভিযান চালিয়েছে সোমালিয়ান নেভি। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হলেও জিম্মিদের হত্যার শঙ্কায় পরে পিছিয়ে যায় সোমালিয়ান নেভির জাহাজটি।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জিম্মি নাবিক।

তিনি বলেন, ‘গতকাল রাতে (বুধবার দিবাগত রাত) নেভির একটা জাহাজ আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। এরা (জলদস্যুরা) আমাদের দেয় নাই। ওরা (সোমালিয়ান নেভি) বাহির থেকে ফায়ার করছে। তখন জলদস্যুরা বলছে আমরা (বাংলাদেশি নাবিকরা) হোস্টেজ আছে। ওরা (সোমালিয়ান নেভি) যদি হামলা করে, তাহলে আমাদেরকে মেরে ফেলবে।’