প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
বুধবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রতিনিধিদলটি এ বৈঠকে অংশ নেয়।
প্রথম নিউজ, অনলাইন: নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে আসা মার্কিন প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে। বুধবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রতিনিধিদলটি এ বৈঠকে অংশ নেয়। এর আগে গত দুই দিনে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দল, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেছে দলটি। প্রতিনিধিদলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে।