বাংলাদেশ আর্মিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল মোহনবাগান
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ঐতিহ্যের ডুরান্ড কাপ শুরু হয়েছে গতকাল থেকে। ১৩২তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে এক পেশে জয় পেল মোহনবাগান। বাংলাদেশ আর্মিকে ৫-০ ব্যবধানে হারাল তারা। যুব এবং সিনিয়র দল মিশিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের একাদশ। ডাগ আউটে কোচের চেয়ারে বাস্তব রায়। সিনিয়র দলের তিন ফুটবলার লিস্টন কোলাসো, মনবীর সিং এবং কিয়ান নাসিরি একাদশে ছিলেন। বাকি আট ফুটবলার যুব দলের। লিগের পরে ডুরান্ড কাপের মঞ্চেও সবুজ মেরুনের যুব দলের ফুটবলাররা উজ্বল।
১৪ মিনিটে প্রথম গোল মোহনবাগানের। রবি বাহাদুরের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল লিস্ন কোলাসোর। ২৬ মিনিটে দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। গোলদাতা মনবীর সিং। বিরতির আগে তিন গোল হয়ে যাওয়ার পরে ম্যাচের দফারফা শেষ হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে মোহনবাগানের চার নম্বর গোল হামতের। লিস্টন কোলাসোর পাস পায়ের টোকায় মনবীর বাড়িয়ে দিলে গোল করেন হামতে। পাঁচ নম্বর গোল করেন বদলী হিসেবে নামা কিয়ান নাসিরি।