বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে চরম উত্তেজনা, দুই কোচকে লালকার্ড

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে চরম উত্তেজনা, দুই কোচকে লালকার্ড

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: প্রীতি ম্যাচ হলেও কিংস অ্যারেনার মাঠে দেখা গেলো চরম উত্তেজনা। বাংলাদেশ ও আফগানিস্তানের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ শক্তহাতে পরিচালনা করতে হচ্ছে নেপালি রেফারি প্রাজল ছেত্রিকে।

ম্যাচের ১৮ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়ালে দুইবার লালকার্ড ব্যবহার করতে হয়েছে রেফারিকে। মাঝমাঠ বরাবর সীমানার কাছে আফগানিস্তানের মোসায়ের আহাদিকে ফাউল করেছিলেন বাংলাদেশের জুনিয়র সোহেল রানা। ঘটনা ডাগআউটের কাছাকাছি হওয়ায় দুই দলের কোচই তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে আফগানিস্তানের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি ও বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন পরস্পরের দিকে তেড়ে যান। রেফারি সোহেল রানাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন এবং আফগানিস্তানের কোচ আবদুল্লাহ আল মুতাইরি এবং বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে লালকার্ড দেখিয়ে ডাগআউট থেকে বের করে দেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ মিনিটের খেলা চলছিল। কোনো দলই গোল করতে পারেনি। তবে প্রথম ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আধিপত্য বজায় রেখে খেলছিল, এ ম্যাচে আফগানরা খানিক গুছিয়ে খেলছে। আক্রমণ-পাল্টা আক্রমণ ছিল। তবে গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি কোনো দল।