বল হাতে অবিশ্বাস্য জয়সুরিয়া, ইংল্যান্ডকে ৭৮-এ গুটিয়ে লঙ্কানদের জয়

খেলোয়াড়ি জীবনের সেই সোনালি দিনকে মনে করালেন সনাথ জয়সুরিয়া

বল হাতে অবিশ্বাস্য জয়সুরিয়া, ইংল্যান্ডকে ৭৮-এ গুটিয়ে লঙ্কানদের জয়
বল হাতে অবিশ্বাস্য জয়সুরিয়া, ইংল্যান্ডকে ৭৮-এ গুটিয়ে লঙ্কানদের জয়-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : খেলোয়াড়ি জীবনের সেই সোনালি দিনকে মনে করালেন সনাথ জয়সুরিয়া। কানপুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ঘূর্ণি-জাদু দেখালেন বাঁহাতি এই স্পিনার।

মঙ্গলবার রাতে জয়সুরিয়ার অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্সে ১৯ ওভার ব্যাট করে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড লিজেন্ডস।

দলের সর্বোচ্চ স্কোরার অধিনায়ক ছিলেন ইয়ান বেল। ৭ ব্যাটার আউট হয়েছেন দশের আগেই।

জয়সুরিয়ার বোলিং ফিগার দেখলে যে কারো চোখ কপালে উঠবে, ৪-২-৩-৪! এছাড়া দুটি করে উইকেট নেন নুয়ান কুলাসেকারা চতুরঙ্গা ডি সিলভা।

জবাবে দিলশান মুনাবিরার ২৪ (৪৩) আর উপুল থারাঙ্গার ২৩ রানে (১৯) ভর করে ১৪.৩ ওভারেই জিতে গেছে শ্রীলঙ্কা লিজেন্ডস। অধিনায়ক তিলকারত্নে দিলশান করেন ২১ বলে ১৫।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom