ব্রাহ্মণবাড়িয়ায় ডাম্প ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাম্প ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা মুজাহিদ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে সোনাসার গ্রামের আ. খালেকের ছেলে মো. আ. রহমান (৫৫) ও হবিগঞ্জের লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন (৩২)।


খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বলেন, পেট্রোল পাম্পের সামনে সিএনজিচালিত অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এ সময় ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ডাম্প ট্রাক অটোরিকশার ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী মারা যান। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান।