বিরল রোগে আক্রান্ত ব্রিটনি স্পিয়ার্স, নেই কোনো চিকিৎসা
শরীরে এই বিরল রোগ হানা দেওয়ার পরেও ব্রিটনি আগের মতোই নাচ অব্যাহত রেখেছেন

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : বছরটা মোটেও ভালো যাচ্ছে না ব্রিটনি স্পিয়ার্সের জন্য। গত এপ্রিলেই মা হওয়ার সুসংবাদ দিয়েছিলেন এ মার্কিন তারকা। তবে মাস না পেরোতেই গর্ভপাতের কারণে অনাগত সন্তানকে হারাতে হয় তার। এবার জানা গেল, ব্রিটনি বিরল রোগে আক্রান্ত। ব্রিটিশ ম্যাগাজিন ওকে জানায়, বিরল এই রোগে ব্রিটনি স্পিয়ার্সের শরীরের ডানদিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে “প্রিন্সেস অব পপ” খ্যাত এই সঙ্গীতশিল্পীর ভক্তদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো- চিকিৎসাবিজ্ঞানে এই রোগের কোনো প্রতিকার নেই।
রবিবার (৬ নভেম্বর) অসুস্থতা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্রিটনি বলেন, “আমার শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। সৃষ্টিকর্তা ছাড়া কেউই এটা সারাতে পারবেন না। মস্তিষ্কে কখনও কখনও ঠিকমতো অক্সিজেন না পৌঁছলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। তখন আক্ষরিকভাবেই মাথা কাজ করা বন্ধ করে দেয়। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরে বেশ কিছু অঙ্গও অবশ হয়ে যায়।”
বিরল এই রোগ কতটা ভয়াবহ সেটি বোঝাতে এই মার্কিন তারকা বলেন, “সপ্তাহে অন্তত তিনবার বিছানা থেকে উঠে দেখি হাত দুটো সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। স্নায়ুগুলো ছোট হয়ে আসে আর সেগুলো শরীরের ডানদিক থেকে গলা পর্যন্ত সুঁচের মতো ফোটে। আর এর ফলে এবং সবচেয়ে বেশি যন্ত্রণা হয় মাথায়, যা কামড়ের মতো ভয়ঙ্কর।”
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews