বর্তমানে ছাত্ররা রাজনীতিবিমুখ হয়ে যাচ্ছে : ভিপি নুর

গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমানে ছাত্ররা রাজনীতিবিমুখ হয়ে যাচ্ছে : ভিপি নুর

প্রথম নিউজ, অনলাইন: গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে ছাত্ররা রাজনীতিবিমুখ হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না থাকায় মেধাবীদের রাজনীতিতে আসার পথ কঠিন হয়ে যাচ্ছে। ছাত্র অধিকার পরিষদের সূচনালগ্ন থেকে আমরা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরিতে কাজ করেছি। গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত অনুষ্ঠানে এসএসসি-’২৩ এ জিপিএ-৫ প্রাপ্ত ১৪৫ জন শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা উপহার ক্রেস্ট, বই ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি তারিকুলের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক অর্নব হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আহসান, রাজনৈতিক ব্যক্তিত্ব জহির উদ্দিন স্বপন, আইনজীবী আল মামুন রাসেল, লেখক ও শিক্ষা গবেষক রাখাল রাহা প্রমুখ।