বাবর-রিজওয়ানের সমালোচনা করলেন শোয়েব আখতার

ওপেনার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান

বাবর-রিজওয়ানের সমালোচনা করলেন শোয়েব আখতার
বাবর-রিজওয়ানের সমালোচনা করলেন শোয়েব আখতার-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ওপেনার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাই স্টেডিয়ামে এ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। 

তবে এবার আর তা হয়ে ওঠেনি।  রোববার এশিয়া কাপে সেই একই স্টেডিয়ামে বড় জুটিই গড়তে পারেননি বাবর-রিজওয়ান।  মাত্র ১০ রান করে আউট হন বাবর।  রিজওয়ান ৪৩ রান করলেও বল খরচ করেছেন ৪২টি, যা টি-টোয়েন্টির জন্য আদর্শ ব্যাটিং নয়।  এতে পরবর্তী ব্যাটারদের ওপর কেবল চাপই বাড়িয়েছে। 

যে কারণে ১৪৮ রানের মাঝারি লক্ষ্য দিতে পারে পাকিস্তান। যা ৫ উইকেটে হারিয়ে অনায়াসে পার করে দেয় ভারত।

স্বভাবতই বাবর-রিজওয়ানের মন্থর ব্যাটিংকে দায়ী করলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। 

তাদের ধীরগতির ব্যাটিংয়ের সমালোচনার পাশাপাশি বাবরকে ওপেনিংয়ে না নামার পরামর্শ দিয়েছেন শোয়েব।

পাকিস্তানের সাবেক গতিতারকা বলেন, ‘আমি অনেকবার বলেছি, বাবর আজমের ওপেন করা উচিত নয়। তার তিন নম্বরে নেমে শেষ পর্যন্ত ইনিংস টেনে নেওয়া প্রয়োজন। ভারতের বিপক্ষে অসময়ে আউট হয়েছে সে। আর রিজওয়ান যদি বলপ্রতি রান করে ইনিংস এগিয়ে নেয়, তাহলে হবেটা কী? প্রথম ছয় ওভারের মধ্যেই ১৯টি ডট বল। আপনি যদি এতগুলো ডট বল খেলেন, নিশ্চিতভাবেই সমস্যায় পড়তে হবে। টি ২০’র ব্যাটিং এমন হতে পারে না।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom