বোনের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের
পঞ্চগড়ের বাংলাবান্ধায় ট্রাকের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন
প্রথম নিউজ, পঞ্চগড় : পঞ্চগড়ের বাংলাবান্ধায় ট্রাকের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে বাংলাবান্ধায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াজেদ আলী তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওয়াজেদ আলী দুপুরে বাড়ি থেকে বাইসাইকেলে করে মহাসড়ক দিয়ে বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়া গ্রামে বোনের বাসায় যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে মাঝ সড়কে ছিটকে পড়ে যান তিনি। এতে মাথার একপাশ থেঁতলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লাহ বলেন, বাংলাবান্ধায় জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় ওয়াজেদ আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।