ভোলার-চরফ্যাশনে সাংবাদিক আদিত্য জাহিদকে দ্বিতীয় দফায় কুপিয়ে জখম

বুধবার রাত ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন।

ভোলার-চরফ্যাশনে সাংবাদিক আদিত্য জাহিদকে দ্বিতীয় দফায় কুপিয়ে জখম

প্রথম নিউজ, ভোলা প্রতিনিধি: ভোলার-চরফ্যাশনে দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি আদিত্য জাহিদকে দ্বিতীয় দফা হামলায় কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন। তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে, চিকিৎসক ভোলা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সাংবাদিক আদিত্য জাহিদ তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন। এসময় নারীসহ ১০/১২ জনের একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী জাহিদের উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ী কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে তারা চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসক ভোলা ২৫০ শয্যা হাসপাতারে রেফার করে।

সাংবাদিক জাহিদের উপর সন্ত্রাসী হামলার খবর চারিদিকে ছড়িয়ে পরলে গনযোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। এনিয়ে জাহিদের উপর ২৪ ও ২৬ এপ্রিল দুইবার হামলা করে সন্ত্রাসীরা। এদিকে চরফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমদ্দিন, বোরহান উদ্দিন, দৌলতখান ও ভোলার শতাধীক সাংবাদিকেরা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন, অন্যথায় তারা বিভিন্ন কর্মসুচি দেয়ারও ঘোষনা দেন। এবিষয়ে দক্ষিন আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।