বন্যার্তদের জন্য হেলিকপ্টার–খাবার পাঠালেন নেইমার
প্রথম নিউজ, ডেস্ক : ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পড়েছে দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্রান্দে দো সুলে। এতে শত শত শহর পানিতে তলিয়ে গেছে। এমনকি ডুবে আছে বিমানবন্দর এবং ফুটবল স্টেডিয়ামও। দুর্যোগের মুখে পড়া একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় তাদের উদ্ধারে হেলিকপ্টার, ছোট প্লেন ও খাবার পাঠিয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র।
আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি’র দেওয়া তথ্যমতে– এখন পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০, বাস্তুচ্যুত আড়াই লাখেরও বেশি মানুষ। বন্যায় অন্তত ১৩০ জন মানুষ হারিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে আশপাশের অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ফান্ড গড়তে তারকা ফুটবলারদের মাধ্যমে বার্তা দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।