বন্ধ পাটকল পুনরায় চালুর আশ্বাস
প্রথম নিউজ, ঢাকা : প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বন্ধ ঘোষিত ২৬টি পাটকলের মধ্যে ১০টি পাটকল পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, বাংলাদেশ পাটচাষি ও পাট ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এই আশ্বাস দেন।
মতবিনিময়কালে নেতারা বলেন, বন্ধ পাটকল চালুর উদ্যোগ নিলে পাটশিল্পে ফিরে আসবে নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্য। পাট পণ্যের নতুন নতুন উদ্ভাবনীর মধ্য দিয়ে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত হবে। পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাবুবুল আলম, বাংলাদেশ পাটচাষি ও পাট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ অন্য নেতারা।