বান্দরবানের রুমায় কেএনএফের বোমায় আরো এক সেনাসদস্য নিহত

শনিবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বান্দরবানের রুমায় কেএনএফের বোমায় আরো এক সেনাসদস্য নিহত

প্রথম নিউজ, অনলাইন: বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা (আইইডি) বিস্ফোরণে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার বেলা দেড়টার দিকে রুমা উপজেলার ছিলোপিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম মোন্নাফ হোসেন। তিনি সৈনিক পদে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে কেএনএফ সন্ত্রাসীদের হামলায় পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর টহল দল ছিলোপিপাড়া টিওবি (টেম্পোরারি অপারেটিং বেজ) থেকে বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন বিতরণের জন্য পাইনুমপাড়া এলাকায় যাচ্ছিল। পথে ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হয় তারা। এ সময় সৈনিক মোন্নাফ হোসেন (২১) ও সৈনিক মো. রেজাউল (২৪) শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁদের জরুরি ভিত্তিতে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোন্নাফ হোসেনের মৃত্যু হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত সেনাসদস্য মোন্নাফ হোসেনের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।