বান্দরবানে ৪ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
প্রথম নিউজ,বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে ৪ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ মার্চ) সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়।
বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে রোয়াংছড়ির তালুকদারপাড়ার কাছে আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা রাতে রুমার পাইন্দু এলাকায় অন্য দলের ওপর গুলি চালায়। তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ায় সাঙ্গু নদীর পাড়ে ফেলে যায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews