২০০ এটিএম বুথ থেকে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৮

রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব।

২০০ এটিএম বুথ থেকে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৮
২০০ এটিএম বুথ থেকে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৮

প্রথম নিউজ, ঢাকা: অভিনব কৌশলে জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের ২০০টি এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৫ মার্চ) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি বাহিনীটি। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, একটি বেসরকারি ব্যাংকের ২০০টি এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। আজ (শনিবার) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আগামীকাল (রোববার) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom