বান্দরবানে গোলাগুলিতে সেনাসহ নিহত ৪
গোলাগুলির ঘটনায় এক সেনা সদস্যসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রথম নিউজ, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর টহল দলের ওপর জেএসএস সন্তু গ্রুপের সদস্যরা হামলা চালিয়েছে। এসময় গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া, গোলাগুলিতে জেএসএস (সন্তু) গ্রুপের তিন সদস্য নিহত হয়েছেন। গোলাগুলির ঘটনায় এক সেনা সদস্যসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃতে ১১ সদস্যের একটি দল রুমা জোনের আওতায় জেইংগা পাড়ায় এবং সেফ পাড়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল পরিদর্শনে গেলে হঠাত করে জেএসএস সশস্ত্র দল তাদের উপর হামলা করে ।
এ সময় সিনিয়র অফিসার হাবিবুর রহমানের মাথায় এবং সৈনিক ফিরোজ হোসেনের পায়ে গুলি লাগে। পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনীর গুলি চালালে জেএসএস-এর তিন সদস্য নিহত ও একজন আহত হয়। সৈনিক ফিরোজ বর্তমানে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে অভিযান শেষে সন্ত্রাসীদের ব্যবহৃত ১ টি এসএমজি, ২৪৯ রাউন্ড তাজা গুলি, ৩ টি এম্যোনিশন ম্যাগাজিন, ৩ টি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ ৫২৯০০.০০ টাকা জব্দ করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: