বিনোদিনী’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র

বিনোদিনী’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র

প্রথম নিউজ, ডেস্ক : সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা ‘বিনোদিনী’। শুধু তাই নয় দর্শকপ্রিয় টালিউডের এ সিনেমাটির জন্য ‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এছাড়া ক্যারিয়ারের প্রথম বাংলা ছবি ‘বিনোদিনী’র কারণে ‘বেস্ট ডিরেক্টর’-র খেতাবও পেয়েছেন রামকমল মুখার্জী

পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা।
রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’ 

পরিচালকের কথায়, ‘রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে।

সামনে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন পরিচালক রামকমল মুখার্জী। পরের কাজ প্রসঙ্গে রামকমল বলেছেন, ‘আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে। ‘বিনোদিনী’-এর থেকে একেবারে ভিন্ন মেজাজের এই ছবি।

দুজনে সম্পর্ক গড়েও এসেছিলেন আলোচনায়। দেশজুড়ে ভাইরাল এই জুটির বিচ্ছেদ গড়ায় আদালত পর্যন্ত। প্রেম ভালোবাসা দ্বন্দ্ব মামলা- সব মিলিয়ে বিতর্কের পর বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ দুই নাম লায়লা ও মামুন। দুজনেই জনপ্রিয় টিকটকার

সম্পর্ক যখন চরম অবনতিতে তখন মামুনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ধর্ষণ মামলা করেন লায়লা। এরপর আদালতেই মুখোমুখি হন দুজন। সম্প্রতি লায়লার করা মামলায় জামিন পেয়েছেন মামুন। সেদিন আদালতেও নিজের মামলার সুষ্ঠু বিচার দাবি করেন লায়লা।
তবে কিছুদিন যেতে না যেতেই এবার একসঙ্গে দেখা মিলল দুজনের! হাসিখুশি একে অন্যকে ক্ষমা করার ঘোষণাও দেন দুজন।

সবাইকে চমকে দিয়ে আবার একসঙ্গে সামনে এলেন আলোচিত এ জুটি। রবিবার লাইভে এসে তারা বলেন,  ‘আমাদের মধ্যে সব মিটমাট হয়ে

সেহেরিতে লাইভে এসে প্রিন্স মামুন আর লায়লা জানান, তাদের ঝগড়া এতটাই বাজে পর্যায়ে চলে গিয়েছিল যে আইনি সহায়তা নিতে হয়েছিল।
কিন্তু তারা এখন সব মামালা মোকদ্দমার ঝামেলা শেষ করে আবার দুজন একসাথে থাকতে চান।’