বিদেশিরা নয়, দেশের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে জনগণ: শমসের মবিন

 বিদেশিরা নয়, দেশের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে জনগণ: শমসের মবিন

প্রথম নিউজ, ঢাকা : আন্তর্জাতিক কোনো মহল নয়, বাংলাদেশের ভবিষ্যতের সিদ্ধান্ত জনগণ নেবে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। তৃণমূল বিএনপি সেই জনগণের সঙ্গে থাকবে বলেও জানান তিনি।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সিলেট-৬ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না- এমন প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, আন্তর্জাতিক মহলের একটি অংশের উদ্বেগের কথা আমরা শুনে থাকি। যারা পশ্চিমা বিশ্ব বলে পরিচত। তারা একদিকে গণহত্যায় সমর্থন দেয়, আরেক দিকে গণতন্ত্রের কথা বলে। এর বাইরে আন্তর্জাতিক মহলের বড় অংশটিই মনে করে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারত্বের সিদ্ধান্ত জনগণ নেবে।

রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ সহিংসতাকে কখনোই গ্রহণ করেনি। আজ বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ডেকেছে। গাড়ি-ঘোড়া চলতে বাধা দেওয়া হচ্ছে। ভয়-ভীতিতে মানুষ দোকান খুলছে না, কর্মক্ষেত্রে যাচ্ছে না। সাধারণ মানুষ এমন ভয়ের সংস্কৃতি চায় না। এমন সংস্কৃতি আমাদের ত্যাগ করতে হবে। দেশের জনগণের কল্যাণে সংলাপে সব সমস্যার সমাধান করতে হবে।

এসময় তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার উপস্থিত ছিলেন।

শনিবার (১৮ নভেম্বর) দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। প্রথম দিন দলটির ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রোববার মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিনে দুপুর ১২টা পর্যন্ত ৬০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত চলবে দলটির মনোনয়ন বিক্রি। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।