বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে প্রাণ গেল শিশুর
নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে মুনতাহা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে মুনতাহা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬মে) সকালে উপজেলার ভেড়ভেড়ি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মুনতাহা আক্তার উপজেলার ভেড়ভেড়ি হাজীর হাট এলাকার মজনু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে মুনতাহা তার বাড়ি সংলগ্ন ভেড়ভেড়ি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাধুলা করছিল। এসময় সে বিদ্যালয়ের গেটের উপর ওঠে। হঠাৎ করে গেটের পিলার ভেঙে সেটার নিচে মুনতাহা চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঢাকা পোস্টকে বলেন, মরদেহ বর্তমানে রংপুরে রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।