Ad0111

বড় ডিসপ্লের ভালো ট্যাবলেট

ওয়ার্ক-ফর্ম-হোম এবং ই-লার্নিং এর কারণে এই ধরনের ডিভাইসের চাহিদা এখন আকাশছোঁয়া

বড় ডিসপ্লের ভালো ট্যাবলেট
Lenovo TAB 4 10

প্রথম নিউজ, ডেস্ক: লকডাউনের পর থেকেই বড় ডিসপ্লে যুক্ত সাশ্রয়ী দামের ট্যাবলেট ব্যাপক ভাবে বিক্রী হচ্ছে। বিশেষত, ওয়ার্ক-ফর্ম-হোম এবং ই-লার্নিং এর কারণে এই ধরনের ডিভাইসের চাহিদা এখন আকাশছোঁয়া। আপনিও যদি এখন একটি নতুন ট্যাবলেট কিনতে ইচ্ছুক থাকেন, তবে আজ আমরা Lenovo ব্র্যান্ডের ৪টি সেরা ট্যাবের খোঁজ দেব। এগুলিতে ১০.৩ ইঞ্চি পর্যন্ত এইচডি কোয়ালিটির ডিসপ্লে, ৪ জিবি পর্যন্ত র‌্যাম, ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ওয়াই-ফাই সাপোর্ট মিলবে। সর্বোপরি, এই ৪টি ট্যাবলেটই ভয়েস কলিং ফিচার সহ এসেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ এই Lenovo ট্যাবগুলির দাম শুরু হচ্ছে ১৩,০০০ টাকা থেকে। আসুন এই ট্যাবলেটগুলির নাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Lenovo Tab M10: ১৪,৯৯৯ টাকা

এই ট্যাবলেটটি ওয়াই-ফাই এবং 4G LTE কানেক্টিভিটি সহ এসেছে। এতে, ১০.১ ইঞ্চির এইচডি ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। থাকছে, অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ওএস-এ রান করে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এতে ৮ মেগাপিক্সেল রিয়ার সেন্সর এবং ৫ মেগাপিক্সেল সেলফি সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-পলিমার ব্যাটারি রয়েছে।

Lenovo Yoga Smart Tablet: ১৯,৯৯৯ টাকা

১০.১ ইঞ্চির (১,৯২০x১,২০০ পিক্সেল) ডিসপ্লে যুক্ত লেনোভো যোগা স্মার্ট ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড পাই ভি৯.০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে, ওয়াই-ফাই, 4G LTE, মাইক্রোএসডি কার্ড (৬৪ জিবি পর্যন্ত) এবং একটি ন্যানো সিম স্লট সামিল থাকছে। এতে, ৮ মেগাপিক্সেল রিয়ার সেন্সর ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে। ট্যাবটির ব্যাটারি ক্যাপাসিটি ৭,০০০ এমএএইচ। এই ট্যাবলেটে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

Lenovo Tab M10 FHD Plus Tablet: ১২,৯৯৯ টাকা

লেনোভো ট্যাব এম১০ ট্যাবলেটের ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অনেক দামে কিনে নিতে পারবেন আপনারা। এতে, ১০.৩ ইঞ্চির ফুল এইচডি (১,৯২০x১,২০০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে TDDI টাচ টেকনোলজি সাপোর্ট করে এবং এর চারিধারে সরু বেজেল রয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে থাকছে, ৬৫০ মেগাহার্টজ পাওয়ারভিআর জিই৮৩২০ গেমিং জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও পি২২টি ট্যাব প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে। আর ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, এতে ৮ মেগাপিক্সেল অটো-ফোকাস রিয়ার সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ফিক্স-ফোকাস ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। উপরিউক্ত ট্যাবলেট দুটির মতো এতেও ওয়াই-ফাই এবং LTE কানেকশনের সাপোর্ট মিলবে। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Lenovo Tab K10 FHD: ১৬,৯৯৯ টাকা

এই লেনোভো ট্যাব কে১০ ট্যাবলেটে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। এতে আছে ১০.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই ডিসপ্লে, ৪০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে এবং এটি TUV সার্টিফাইড আই প্রটেকশন সহ এসেছে। এই ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে, অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসর। আর এটি অ্যান্ড্রয়েড ১১ ওএস দ্বারা চালিত। অডিও ফ্রন্টের কথা বললে, এতে ডলবি অডিও সাপোর্ট সহ ডুয়েল স্পিকার এবং ডুয়াল মাইক্রোফোন পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য ট্যাবে, ওয়াই-ফাই ও LTE উপলব্ধ। আর থাকছে ৭,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news