Ad0111

চীনা টেক জায়ান্ট Xiaomi চলতি মাসে নতুন ‘Redmi Note’ সিরিজের ফোন বাজারে আনবে

Xiaomi-র সিইও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবোতে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে,

চীনা টেক জায়ান্ট Xiaomi চলতি মাসে নতুন ‘Redmi Note’ সিরিজের ফোন বাজারে আনবে
রেডমি নোট ১১

প্রথম নিউজ, ডেস্ক: ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে চীনা টেক জায়ান্ট Xiaomi চলতি মাসে নতুন ‘Redmi Note’ সিরিজের ফোন বাজারে আনবে। এক্ষেত্রে আর চারদিন পর অর্থাৎ আগামী ২৮শে অক্টোবর চীনে Redmi Note 11 (রেডমি নোট ১১) সিরিজের অধীনে Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ নামক তিন-তিনটি হ্যান্ডসেট লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এমনকি গতকাল এক টিপস্টারের সৌজন্যে ফাঁস হয়েছে এই ফোনগুলির দাম এবং মুখ্য স্পেসিফিকেশনও। তবে এখন এই ফোনগুলির একটি বহুল প্রত্যাশিত ফিচার সম্পর্কেও মিলল স্পষ্টতা।

Xiaomi-র সিইও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবোতে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে, এখন বাজারের অন্যান্য মিড-রেঞ্জার ফোনগুলিতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক দেখা না গেলেও, আসন্ন Redmi Note 11 সিরিজে আগের মতই এই কানেক্টিভিটি অপশনটি পাওয়া যাবে। ফলে সাধারণ হেডফোন বা ব্লুটুথ হেডসেটের সাথে ফোন কানেক্ট করে ব্যবহার করার ক্ষেত্রে ইউজারদের কোনোরকম অস্বস্তি থাকবে না।

নতুন Redmi Note 11 সিরিজে আর কী ফিচার থাকবে?

সংস্থার দ্বারা শেয়ার করা টিজার অনুযায়ী, রেডমি নোট ১১, রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্লাস ফোন তিনটিতে ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেটের Samsung AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। এর সাথে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তিনটি ফোনেই মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করা হবে।

Redmi Note 11 সিরিজের দাম

টিপস্টারের দাবি অনুযায়ী, রেডমি নোট ১১ ফোনের দাম শুরু হবে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,০০০ টাকা) থেকে, যেখানে রেডমি নোট ১১ প্রো প্লাস মডেলটি সর্বোচ্চ ২,৪৯৯ ইউয়ান (মোটামুটি ২৯,৪০০ টাকা)-এ বিক্রি হবে। একইভাবে রেডমি নোট ১১ প্রো-এর প্রারম্ভিক দাম হবে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৭০০ টাকা)।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news