বৃটিশ এয়ারওয়েজের পাইলটকে অপহরণ-নির্যাতন, অতঃপর মুক্তি

তিন ঘণ্টা মানসিক ও শারীরিক নির্যাতন শেষে তার সাথে থাকা  পাউন্ডও নিয়ে নেয়া হয়। এরপর তাকে মুক্তি দেয়া হয়। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

বৃটিশ এয়ারওয়েজের পাইলটকে অপহরণ-নির্যাতন, অতঃপর মুক্তি

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ফ্লাইটের মধ্যে স্টপওভারের সময় কেনাকাটা করার মুহূর্তে বৃটিশ এয়ারওয়েজের একজন পাইলটকে অপহরণ করা হয়। তিন ঘণ্টা মানসিক ও শারীরিক নির্যাতন শেষে তার সাথে থাকা  পাউন্ডও নিয়ে নেয়া হয়। এরপর তাকে মুক্তি দেয়া হয়। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

জানা যায়, দক্ষিণ আফ্রিকায় ফ্লাইটের মধ্যে স্টপওভারের সময়  জোহানেসবার্গের মেলরোজ আর্চ কমপ্লেক্সে কেনাকাটা করতে যান বৃটিশ এয়ারওয়েজের পাইলট। তখন কমপ্লেক্সটির  উত্তরে একটি সুপারমার্কেট কারপার্কে একজন নারী পাইলটের কাছে গিয়ে  তার ব্যাগ নিয়ে সাহায্য করতে বলেন৷ পাইলট সাহায্য করার জন্য নারীর গাড়ির কাছে গেলে হঠাৎ করে একদল পুরুষ পাইলটকে গাড়ির  ভিতরে ঠেলে দেয়। তারা শহরের একটি প্রত্যন্ত অঞ্চলে  নিয়ে যায় তাকে।  সেখানে প্রায় তিন ঘণ্টা তাকে মানসিক অত্যাচার এবং শারীরিক নির্যাতন করে।  তার সঙ্গে থাকা পাউন্ড নিয়ে নেয় তারা।

পাইলট বলেন, তিনি বেঁচে থাকতে পেরে খুশি। তবে মুক্তি পাওয়ার পর তিনি এতটাই খারাপ অবস্থায় ছিলেন  যে, তিনি তার বিমানটি আর উড়াতে পারেননি। তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। একটি সূত্র দ্য সানকে বলেছে, ‘পাইলটের সঙ্গে যা ঘটেছে তা বিস্ময়কর। এটি সিনেমার মতো ছিল।

বিএ জোহানেসবার্গের কিছু এলাকায় যাওয়ার ব্যাপারে কর্মীদের সতর্ক করেছিল। ট্রানজিটের সময় বিএ স্টাফরা যে হোটেলটিতে অবস্থান করেন সেটি মেলরোজ আর্চে রয়েছে। এটি শহরের সবচেয়ে নিরাপদ অংশগুলোর মধ্যে একটি বলে মনে করে বিএ কর্তৃপক্ষ ।ঐ পাইলটের নাম পরিচয় প্রকাশ করেনি বৃটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

বৃটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ স্কাই নিউজকে জানিয়েছে, তারা তাদের সহকর্মী এবং স্থানীয় কর্তৃপক্ষকে  তদন্তে সহায়তা করছে ।