বাজার সিন্ডিকেট অদৃশ্য, তাদের ধরা কঠিন: পরিকল্পনামন্ত্রী
শুক্রবার সকালে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রথম নিউজ, অনলাইন: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাজার সিন্ডিকেট অদৃশ্য। যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের ধরা কঠিন। বাজার বিশৃঙ্খল করতে একটি গোষ্ঠী সক্রিয়। তবে তাদের শাস্তি দিতে আইনের প্রয়োগ করাটা জরুরি। শুক্রবার সকালে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এমএ মান্নান বলেন, উদীয়মান অর্থনীতিতে এমন কিছু ব্যত্যয় হয়। যেসব উদ্যোক্তা পণ্য উৎপাদন ও বাজারজাত করছে, তারা ততটা অভিজ্ঞ না। পরিকল্পনামন্ত্রী বলেন, গেল মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি মাসেও তা অব্যাহত থাকবে। কারণ বোরোর ফলন ভালো হয়েছে। আশা করা যায়, চালের দাম কমবে।
এ আলোচনায় বলা হয়, বাংলাদেশের টেকসই উন্নয়নে পণ্য বাজারজাতকরণে মার্কেটিংয়ের বিকল্প নেই। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটছে বিপণন কৌশলের। তাই বাজারের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কর্মীদের প্রশিক্ষিত করে গড়ে তোলা জরুরি।