বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে বিরোধীদের সম্মিলিত সংগঠন ‘ইন্ডিয়া’

প্রথাগত কারণের জন্যে বুধবার সম্ভব না হলে বৃহস্পতিবার এই অনাস্থা আনা হবে বলে জানিয়েছেন লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী।

বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে বিরোধীদের সম্মিলিত সংগঠন ‘ইন্ডিয়া’

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মনিপুর ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে বিরোধীদের সম্মিলিত জোট ইন্ডিয়া। বুধবারই সংসদে এই অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। প্রথাগত কারণের জন্যে বুধবার সম্ভব না হলে বৃহস্পতিবার এই অনাস্থা আনা হবে বলে জানিয়েছেন লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই অনাস্থা নোটিস দিচ্ছে ইন্ডিয়া জোট ভুক্ত সব দলগুলিই। নিয়ম অনুযায়ী অনাস্থা যেদিন আনা হয় সেদিন সকাল ১০টার মধ্যে সব নোটিস জমা পড়ার কথা।

বুধবারের মধ্যে সব নোটিস জমা না পড়লে বৃহস্পতিবার অনাস্থা আনা হবে বলে বিরোধী জোট জানিয়েছে। সংসদ ভবনে একটি বৈঠকে বিরোধীরা অনাস্থা আনার ব্যাপারে একমত হন। এই অনাস্থার ফলে সরকার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ, বর্তমান সংসদের গঠন অনুযায়ী ৫৪৩ সংসদ সদস্যের মধ্যে ৩৩০ জনই এনডিএর। বিরোধীদের সম্মিলিত জোট ১৪০ এর বেশি নয়।

৬০ জন সংসদ সদস্য এমন আছেন যাঁরা কোনও জোট ভুক্ত নয় এই অবস্থায় সরকার পড়ে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তাহলেও কেন বিরোধীরা এই অনাস্থা আনছেন? জানা গেছে, বিরোধীরা এই ব্যাপারে উনিশ বছর আগের একটি মডেলের অনুসরণ করছেন। উনিশ বছর আগে, দুহাজার চার সালে সংখ্যার ভিত্তিতে সরকার পড়বে না জেনেও সোনিয়া গান্ধী অটল বিহারী বাজপেয়ী সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। সেদিন বাজপেয়ী সরকার পড়ে যায়নি ঠিকই,। কিন্তু দীর্ঘসময় চলা বিতর্কে একটি জনমত তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী বাজপেয়ীকে নোটিশের জবাবী ভাষণ দিতে হয়েছিল। এবারও বিরোধীরা সেই পথেই হাঁটতে চাইছেন।