বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আগামীকাল বৃহস্পতিবার দলের সমাবেশ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রথম নিউজ, অনলাইন: আজ বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার দলের সমাবেশ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আগামীকালের সমাবেশের জন্য দলটি সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছিল। কিন্তু এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, মহাসমাবেশের জন্য পুলিশের অনুমতির বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।