বাগেরহাটে নদীর চরে মিললো শিশুর মরদেহ
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম এবং নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, বাগেরহাট: বাগেরহাটের রামপালের নদীর চর থেকে হাসিব শেখ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপাল থানা ও নৌ পুলিশ মানিক নদীর চর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে।
মৃত হাসিব উপজেলার জিয়লমারী গ্রামের আমির আলীর ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা মো. আমির আলী শেখ রামপাল নৌ পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। নৌ পু্লিশ মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম এবং নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে হাসিব বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ। শনিবার (১৭) জুন দুপুরে মানিক নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের সদস্যরা ও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।