বাখমুতে রুশ বাহিনীর ওপর পাল্টা হামলা ইউক্রেনের
ইউক্রেনের দাবি, তাদের ভয়াবহ হামলার মুখে রাশিয়া পিছু হটতে বাধ্য হচ্ছে। খবর আলজাজিরার।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কৌশলগত শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল লড়াই চলছে। সেখানে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের ওপর পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের দাবি, তাদের ভয়াবহ হামলার মুখে রাশিয়া পিছু হটতে বাধ্য হচ্ছে। খবর আলজাজিরার। ইউক্রেন বলেছে, বৃহস্পতিবার তারা রাশিয়ার একাধিক হামলা প্রতিহত করে রুশ বাহিনীর কাছ থেকে এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে। কিন্তু ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার বাহিনীও বাখমুতের দিকে ৪০০ মিটার অগ্রসর হয়েছেন। গোটা শহর দখলের জন্য হামলা অব্যাহত রয়েছে।
তিনি দাবি করেছেন, ওয়াগনার যোদ্ধারা ইউক্রেনের সেনাদের শহরের পশ্চিমাংশে অবস্থিত শেষ দুর্গের দিকে ঠেলে দিচ্ছে। প্রিগোজিন অভিযোগ করেছেন, রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী শহরের উত্তর ও দক্ষিণে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে পিছু হটছে। এর ফলে রুশ সেনারা ঘেরাওয়ের মধ্যে পড়তে পারেন। তার কথায়, দুর্ভাগ্যবশত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনারা বাখমুতের উত্তরে এক হাজার ৮৮০ ফুট পিছু হটেছে। এতে আমাদের একপাশ অরক্ষিত হয়ে যাচ্ছে।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বাখমুতে দেশটির সেনাদের অগ্রগতির কথা জানিয়ে বলেছেন, তাদের বাহিনী সামরিক লক্ষ্য অর্জন করছে। এ মুহূর্তে আমরা বাখমুতের দক্ষিণ-পশ্চিমাংশের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছি। তিনি বলেন, বৃহস্পতিবার দিনভর হামলা চালিয়েছেন রুশ সেনারা। নতুন শক্তি নিয়ে হামলা চালিয়েছেন তারা। কিন্তু তাদের সব হামলা প্রতিহত করা হয়েছে। গত সপ্তাহে বাখমুতের কিছু এলাকায় রুশ সেনাদের অবস্থান ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।