ছয় মাস কানাডায় থাকবেন ববিতা

কানাডা থেকে মোবাইল ফোনে তিনি জানান, আগে থেকেই ১৫ মে টিকিট কনফার্ম করা ছিল।

ছয় মাস কানাডায় থাকবেন ববিতা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দেশের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তার একমাত্র ছেলে অনিক কানাডায় বসবাস করেন। তাই বছরের নির্দিষ্ট একটি সময় তিনি কানাডায় থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত ১৫ মে ছেলের কাছে কানাডা চলে গেছেন তিনি। এবার তার অবস্থানের সময় প্রায় ছয় মাস। এমনটাই জানিয়েছেন ববিতা। কানাডা থেকে মোবাইল ফোনে তিনি জানান, আগে থেকেই ১৫ মে টিকিট কনফার্ম করা ছিল। এদিন ফারুক ভাইয়ের (অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক) মৃত্যুও হয়। ইচ্ছা থাকলেও থাকতে পারিনি। কারণ ওই সময় আমাকে ফ্লাইট ধরতে হয়েছিল।

ফ্লাইটে থাকাকালীন পুরোটা সময়ই ফারুক ভাইয়ের কথা ভীষণ মনে পড়েছে। কত সিনেমায় আমরা একসঙ্গে অভিনয় করেছি। দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। দেশে যদি কোনো জরুরি প্রয়োজন না পড়ে তাহলে এবার ছেলের সঙ্গে ছয় মাসের মতো থাকার ইচ্ছা আছে। এ সময় আমেরিকাও যেতে পারি ভাইয়ের কাছে। আশা করছি সময়গুলো ভালো কাটবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে ববিতাকে দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। সর্বশেষ নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর অভিনয়ের জন্য প্রস্তাব এলেও গল্প পছন্দ হয়নি বলে অভিনয় করেননি তিনি