বিএনপির সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক
প্রথম নিউজ, ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব ৩ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নেপালের পক্ষে থেকে আরও অংশ নিচ্ছেন ডিপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল। আর বিএনপির পক্ষে থেকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বিষয়ে বিভিন্ন সময় বলে আসছে বাংলাদেশ সরকার। ধারণা করা হচ্ছে- বিএনপির সঙ্গে এই বৈঠক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বিদ্যুৎ আমদানি বিষয়ে আলোচনা হতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠক এখন চলছে। সেখানে নেপালের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের যে বন্ধুত্ব তা নিয়ে তো আলোচনা হবে, এটাই স্বাভাবিক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী।