বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরকে। তিনি মিডিয়া সেলের সদস্য। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী দল বিএনপি'র মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার হওয়ায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর। এদিকে পৃথক বিবৃতিতে রুহুল কবির রিজভী জানিয়েছেন, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মঞ্জুর এলাহী কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।