দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সমাবেশে শুরু: প্রেসক্লাব জনসমুদ্র
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রথম নিউজ, ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। আজ শনিবার দুপুরর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু করতে হয়েছে। বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে দুপুর ১২টা থেকেই ঢাকা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনেরর হাজার হাজার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ব্যানার নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরতি করে তুলেন। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে নেতাকর্মীর ঢল নেমেছে। সমাবেশস্থলের ভিতরে বাহিরে, কদম ফুয়ারা থেকে সচিবলায়ের কোনা, আবার লিংক রোডের পুরোটা নেতা কর্মীর ভির লক্ষ্য করা গেছে। সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা পুরো সমাবেশস্থল বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে তোলেন।
বিএনপির সমাবেশকে ঘিরে প্রেসক্লাবসহ এর আশপাশের এলাকার কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলার বাহিনী বিভিন্ন সংস্থার সদস্যসহ অতিরিক্তি পুলিশও মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ প্রমুখ উপস্থিত আছেন। গত ২৪ ফেব্রুয়ারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকাসহ সারা দেশব্যাপী ১১ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: