বিএনপির পদযাত্রা: আব্দুল্লাপুরে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আজ আব্দুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ পদ যাত্রা শুরু হবে। রামপুরা ব্রীজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা কর্মীরা পদযাত্রায় অংশ নিবেন।

বিএনপির পদযাত্রা: আব্দুল্লাপুরে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

প্রথম নিউজ, আব্দুল্লাপুর: সরকার পতনের একদফা দাবিতে পূর্বঘোষিত বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি আজ। এতে অংশ নিতে সকাল ৮টা থেকে আব্দুল্লাপুরে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচি  বিকেল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এরআগে গতকাল রাজধানীর গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। এদিন সমমনা রাজনৈতিক দলগুলো ঢাকায় পদযাত্রা করে।

আজ আব্দুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ পদ যাত্রা শুরু হবে। রামপুরা ব্রীজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা কর্মীরা পদযাত্রায় অংশ নিবেন। পদযাত্রাটি আব্দুল্লাপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও,  বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি ঘোষিত এই পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টা থেকে আব্দুল্লাপুর জড়ো হতে শুরু করে দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এই এলাকা নেতা-কর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন। এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনে নেতা-কর্মীরা পদযাত্রায় যোগ দিচ্ছেন। এদিকে পদযাত্রাকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।