তৈমুরকে বিজয়ী করলে জালিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সূচনা হবে : শিল্পী আসিফ আকবর
তিনি বলেন, সরকারকে বার্তা দিতে হবে দিনের ভোট রাতে করা যাবে না
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। যার যার মতো করে জনগণের কাছে নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে হাতি মার্কার মেয়র প্রার্থী তৈমুরের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর।
নগরীর মেট্রোহল এলাকায় বুধবার দুপুরে তৈমুরের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে বক্তব্য রাখেন শিল্পী আসিফ আকবর। এ সময় তিনি বলেন, ১৬ তারিখ অ্যাডভোকেড তৈমুর আলম খন্দকারকে হাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সেই সঙ্গে এই লুটেরা, দুর্নীতিবাজ, ভোটচোর সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছে তাতে সামিল হবে।
তিনি বলেন, হাতি মার্কার বিজয়ের মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে হবে যে আগামী নির্বাচনে দিনের ভোট রাতে করা যাবে না। ১৬ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্র পাহারা দিবেন এবং ভোট গণনা পর্যন্ত মাঠে থাকবেন। জনগণের যে জোয়ার উঠেছে তাতে তৈমুর আলম খন্দকার ভাইয়ের বিজয় নিশ্চিত।
নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে আসিফ আকবর বলেন, আপনারা ঐতিহ্যবাহী শহরের বাসিন্দা। তৈমুর ভাইকে বিজয়ী করে জুলুমবাজ, জালিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সূচনা হবে। ইনশাআল্লাহ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে এবং জনগণের বিজয় হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: