বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ দিশেহারা : এ্যানি

আজ বৃহস্পতিবার  বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা যুবদলের শোক র‌্যালি ও কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ দিশেহারা : এ্যানি

প্রথম নিউজ, লক্ষ্মীপুর:  বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না। আন্দোলন করতে হিম্মত লাগে। সেই হিম্মত আমাদের আছে। পুলিশ দিয়ে হত্যা ও গুম করিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। সফলতার চ্যালেঞ্জ নিয়ে আন্দোলনের মাঠে নেমেছি। কোনো বাধায় বিএনপির আন্দোলনকে রুখতে পারবে না। সফল হয়েই ঘরে ফিরবো। বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার  বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা যুবদলের শোক র‌্যালি ও কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে এ আয়োজন করা হয়। মিছিলটি শহরের পুরাতন গোহাটা থেকে বাজারের দিকে যাওয়ার পথে পুলিশ নেতাকর্মীদের বাধা দেয়। এতে মিছিল নিয়ে নেতাকর্মীরা বিএনপি নেতা এ্যানির লক্ষ্মীপুরের বাসভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

বিএনপি নেতা এ্যানি আরও বলেন, পুলিশ বিনা উস্কানিতে আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। লক্ষ্মীপুর যুবদলের মিছিলেও পুলিশ বাধা দিয়েছে। কিন্তু বাধা দিয়ে লাভ হয়নি। পুলিশ প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে নেতাকর্মীরা শোক র‌্যালি ও কালো পতাকা মিছিল করেছেন। সময় এখন আন্দোলন করে সামনে এগিয়ে যাওয়ার।

এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ হারুনুর রশিদ হারুন, জেলা  কৃষকদলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

যুবদল নেতা আবদুল আলিম হুমায়ুন বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। এভাবে বাধা দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। পুলিশের বাড়াবাড়ি সহ্য করা হবে না। ভবিষ্যতে আমাদের সামনে দাঁড়ালে পুলিশের মুখোমুখি হতে আমরা বাধ্য হবো। পুলিশ যদি আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর অস্ত্র চালায়, আমরা তাদের মুখোমুখি দাঁড়িয়ে যাব। পুলিশ এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী। কিন্তু গণতন্ত্রের অধিকার হরণ করার অধিকার পুলিশের নেই।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম অভিযোগ করে বলেন, বিনা উস্কানিতে পুলিশ যুবদলের কর্মসূচিতে বাধা দেয়। তবুও বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে আমরা মিছিল সফল করেছি। লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, র‌্যালি করার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। যানজট নিরসনের লক্ষ্যে তাদেরকে বাজারের দিকে আসতে দেওয়া হয়নি। এছাড়া তাদের মিছিলে কোনো বাধা দেওয়া হয়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom